তাইওয়ানের আবহাওয়া সংস্থা জানিয়েছে ভূমিকম্পের মাত্রা ৭। এটি স্থানীয় সময় রাত ১১টা ৫ মিনিটে রাজধানী তাইপেইয়ের দক্ষিণ-পশ্চিমে ইলান কাউন্টির কাছে সমুদ্রে ৭৩ কিলোমিটার (৪৫ মাইল) গভীরে আঘাত হানে।
ইলান কাউন্টির ফায়ার ব্যুরো জানিয়েছে, ভূমিকম্পের সঙ্গে সঙ্গে তাত্ক্ষণিকভাবে হতাহতের বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে রাজধানী তাইপেইয়ের ভবনগুলো কেঁপে ওঠে এবং স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পটি পুরো তাইওয়ানজুড়ে অনুভূত হয়েছে।
জাতীয় অগ্নিনির্বাপণ সংস্থা জানিয়েছে, ইলান শহরে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে ব্যাহত হয়েছে, তবে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর নেই।
তাইওয়ান রেলওয়ে জানিয়েছে, ইলানে চলাচলকারী চারটি ট্রেন সেবা স্থগিত রাখা হয়েছে, যার ফলে ২৭০ জনের বেশি যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া তাইপেইয়ের মেট্রো লাইনগুলো প্রায় ২০ মিনিট কম গতিতে চলেছে।
প্রধানমন্ত্রী চো জং-তাই ভূমিকম্পের পর এক বিবৃতিতে জনগণকে সতর্ক থাকার এবং প্রতিবেশীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তিনি ফেসবুকে লিখেছেন, “এক ঘন্টা আগে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সৌভাগ্যবশত কেবলমাত্র ছোটখাটো ক্ষতির খবর পাওয়া গেছে।”

0 মন্তব্যসমূহ