রাজনীতির মাঠে বড় ধরনের সিদ্ধান্ত নিলেন ডা. তাসনিম জারা।জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন তিনি। এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।
শনিবার সন্ধ্যায় এনসিপির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন।
এর আগে এনসিপির প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসনে প্রতিদ্বন্দ্বিতার কথা থাকলেও শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে ভিন্ন সিদ্ধান্তের কথা জানান জারা। তিনি লিখেছেন, এবারের নির্বাচনে তিনি কোনো দল বা জোটের প্রতিনিধিত্ব না করে স্বতন্ত্র প্রার্থী হিসেবেই ভোটে নামবেন।
খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসীর উদ্দেশে দেওয়া বার্তায় তাসনিম জারা বলেন, তিনি এই এলাকারই সন্তান খিলগাঁওয়ে তার জন্ম ও বেড়ে ওঠা। একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে এলাকার মানুষের সেবা করার স্বপ্ন থাকলেও বাস্তব পরিস্থিতির কারণে স্বতন্ত্রভাবে এগোনোর সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও বলেন, একটি দলের প্রার্থী হলে স্থানীয় অফিস, সংগঠিত কর্মীবাহিনী এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগের সুবিধা থাকে। কিন্তু স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলে এসব সহায়তা পাওয়া যায় না এই চ্যালেঞ্জ জেনেই তিনি মাঠে নামছেন।
ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে জারা বলেন, তার একমাত্র শক্তি সাধারণ মানুষ। সততা, নিষ্ঠা এবং নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার প্রত্যয়ে যদি ভোটাররা পাশে থাকেন, তবেই তিনি মানুষের সেবা করার সুযোগ পাবেন।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে আইন অনুযায়ী প্রয়োজনীয় ৪ হাজার ৬৯৩ জন ভোটারের স্বাক্ষর সংগ্রহের কাজ রোববার থেকেই শুরু করবেন বলে জানান তিনি। একদিনে এত স্বাক্ষর সংগ্রহ কঠিন উল্লেখ করে স্বেচ্ছাসেবক ও সহযোগিতার জন্য এলাকাবাসীর সহায়তা কামনা করেন।
এছাড়া পূর্বে নির্বাচনী ফান্ডরেইজিংয়ে যারা অর্থ দিয়েছেন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার প্রেক্ষাপটে কেউ টাকা ফেরত চাইলে সে ব্যবস্থাও রাখা হবে বলে আশ্বাস দেন তাসনিম জারা।
শেষে তিনি বলেন, পরিস্থিতি যত কঠিনই হোক, নিজের এলাকার মানুষের জন্য লড়াই চালিয়ে যাবেন ভোটারদের সমর্থনই তার নতুন পথচলার প্রধান শক্তি।

0 মন্তব্যসমূহ